প্রিয়ার আঘাতে
হৃদয় বিষাদে,
লাবণ্য বদনে
আঁখি শুধু নির্বিকার ।
শব্দহীন কথা
পলকহীন চাওয়া,
নীরবে পথ চলা
নিঃশব্দে হাহা কার ।
এত ক্ষণায়ু কেন
ভালবাসা ভাললাগায়
অহর্নিশ দীর্ঘ অনন্তকাল
কেন এলো যবনিকা আমার ?
তোমার অরূপে অমানিশা
কষ্ট আর পিপাসা,
সুউচ্চ বচনে তোমার
স্বপ্ন নগরী ছারখার ।
এ কী আমার পরিহাস
জীবন সমন্ময় যৌবন নাশ
অধরে গ্রীবা তোমার
মন আজ বড়ই হিমাগার ।