খোকার মুখে নিত্য থাকে
বে সুরেরই গান,
তা ধিনতা নাচে আরো
বলে করছি ফান ।

মল ত্যাগের বদ্ধ ঘরে
গায় যেন দুজনে,
শব্দ করে গাইলে নাকি
ফিরে আসে কানে ।

বদ্ধ ঘরে খোকা যেন
স্বরলিপির খনি,
নিজের গান শুনে আবার
কারণ প্রতিধ্বনী ।