একজন ডাক্তার
অর্থনাশের যে সু পরামর্শ দেন,
তা মানতে হবে,
কিছুই করার নেই ।
মিথ্যা মামলায়
জড়িয়ে পড়লেন,
পুলিশ যা চায় তা দিতে হবে,
কিছুই করার নেই ।
গো মাংস কিনবেন ?
মাংসারে সাথে অনাহুত
চর্বি ঢুকাবেই ,
কিছুই করার নেই ।
অবসর প্রাপ্ত পুলিশ
তাঁর সঞ্চিত অর্থের জন্য
বড় কর্তাকে ঘুষ দিতে হবে,
কিছুই করার নেই ।
চাকরী করবেন?
ইন্টারভিউর ভালাই নেই
মোটা অংকের ঘুষ চাই
কিছুই করার নেই ।
ভ্রমনে যাবেন ?
অনিয়মতান্ত্রিক ভাড়া
যেতে হলে দিতে হবে
কিছুই করার নেই ।
নেতার কন্ঠে
বজ্রকন্ঠে মানবের বুলি
শুনতেই থাকুন
কিছুই করার নেই ।
সাধারণের ললাটে
জনমদুঃখী তালা,
তাদের পক্ষে অসাধারণ কেই নেই
কিছুই করার নেই ।