কি দেবো কি আছে আমার !
অর্থ বিত্ত ভৈবব আর অট্রলিকায় আমি সুখের সন্ধান পাইনি ।
তাই চেয়েছি মনের সাথে মিশে যাওয়া কোন মন।
বহুরূপি মনে বাছাই করে নিতে চাই,আমার মনের মাধূরী।
আগলে রাখুক মায়ার বাঁধনে,ঠোটের কোনে লুকিয়ে রাখুক না বলা কথা।
তিন প্রহরে হৃদয়ের আগলে রাখুক ।
আমাকে ভাল বাসুক পাশে থাকুক চিরন্তন ।
আকাশ গর্জন করুক,অজস্র বৃষ্টি ঝরুক,বৃষ্টিতে ভিজে একাকার
দুজন শুধু দুজনার ।কৃষ্ণের সাথে হারিয়ে যেতে বাঁধা কোথাই রাঁধা ?
আমি সাদামাটা তোমাকে বুঝতে নির্বোধ বোকা আমি,ভালবাসার বনিতা জানিনা।
তবে তোমাকে প্রতিক্ষন অনুভব করি,তখনই বসন্তের বাদ্য বাজে
ভায়োলিন মুর্ছনায় হিমেল হাওয়ায় আমার বাউরি খেলে যায় ।
ঘুঘুডাকা দুপুরে হা-পিত্যেশ দুর্বিতালে,মৌ নিতে আসা মক্ষি শালিকের
চুলোচুলি মনে দোলা দেয় ।আর স্মরণ করিয়ে দেয় এ যেন ফাগুন।
আমি বিবর্ণ সবুজ ফুল অতি নগন্য হলেও ভালবাসা হৃদয়ে অফুরান।
মেঘমালা মিছিল থেকে ফোটা জল নসিংদ্র বেয়ে নুয়ে পড়া প্রতিটি ফোটা
দারুচিনি মেশানো,চলমান নদীর মতো ভর দুপুরে ঢেউ খেলছে ভালবাসার,
এ ছাড়া কিবা আছে তোমাকে দেবার ?