তুমি মওলা
তুমি স্রষ্টা,
তুমি নিরাকার ।
তুমি আলো
তুমি আঁধার,
তুমি-ই সংসার ।
তুমি অমাবশ্যা
তুমি চাঁদ,
তুমি গোলাকার ।
তুমি ঝড়
তুমি তুফান,
তুমি হাহাকার ।
দেখতে এ-মন
চায় দরশন,
তোমারই আকার ।
শুনোনা কেন
গোলামের ডাক,
অধম বান্দার ।
চাই এ-কালে
নহে সেকালে,
এসো একবার ।