চুল কালো ভ্রু কালো
চোখের রংও কালো,
কোরানের হরফ কালো
দেখতে লাগে ভালো ।

অমাবশ্যার আঁধার যদি
না হইতো কালো,
পূর্নিমার সুন্দর আলো
লাগতো কি আর ভালো !

কালো আঁধার আছে বলেই
আলো সুন্দর দামী,
কালো ছাড়া সুন্দর রং
হইতো নাকো নামি ।