সাধ আছে অনেক
সাধ্য কিছু নাই,
ভ্রমনে কত ইচ্ছে
গাড়ি ভাড়া নাই ।

মন চায় সাহায্য করি
অর্থ কোথাই পাই,
ডিজিটালে কত চুরি
সুত্র জানা নাই ।

কত আশা করি মনে
আশাই থেকে যায়,
কল্পনায় আয়ু ক্ষয়
বাস্তবায়ন নাই ।

কেউ ঘুমায় অর্থ বেডে
সুখের নিদ্রা যায়,
কেউ ঘুমায় মাটিতে
ছেড়া ছাটাও নাই ।

মুক্তি চাই জীবন থেকে
মৃত্যু আছে কোথাই,
আছো কেউ নিয়ে যাবে
শেষ সীমানায় ?