মিলন সুখে অন্যতম
শয্যায় মহারাণী,
মুখের বুলি নেতিবাচক
রসনায় পাকা রাঁধুনী ।

উগ্রতা আর দৃষ্টি ভঙ্গি
মুখের কথন বাঁকা
সে কারণে দূরুত্ব আজ
দুজনের বুক ফাঁকা ।

রূপ দেখাইয়া আঁচল বন্ধী
যায়না কপোত রাখা,
মাঁয়ার বাঁধন শক্ত রশি
গভীর গুণেই ঢ়াকা ।