বাংলা মায়ের রূপে ছিল
সবুজাবো সমারোহ,
আত্মহিংসায় পাক বাহিনী
বাঁধিয়ে দিল দ্রোহ ।
ইজ্জত দিল লক্ষ নারী
রক্তে সবুজ করলো লাল,
মায়ের বুক খালি করে
মিটিয়েছে মনের ঝাল ।
এহেন কর্ম করো ঘৃনা
পাকবাহিনীর ঐ দেশ,
ভুলবো নাতো ভুলিও না
রেখো স্মরণে ঘৃনার রেশ ।