কবির কবিতায় আজ
নেই কোন ছন্দ,
গদ্য আর পদ্য আজ
নিত্য লাগে দ্বন্ধ ।

ছড়াকারের ছড়াতে আজ
নিত্য ছন্দের পতন,
যার ইচ্ছে যেমন লিখছে
এটাই নাকি গঠন ।

ভাবছি আমি লিখবো
ভাবতে ভাবতেই শেষ,
লিখার কালি শুকিয়ে এলো
থেকে গেল রেশ ।