সাধনার রজনী আজ
থেমে থেমে ক্ষয়ে যায়,
একটি ক্ষণও যেন
না থাকে অপুর্ণতায় ।
এসো বাতায়নে
দেখি দুজন দুরপানে,
মিটে যাক অতৃপ্ত পিপাসা
নিরলে নীরবে নির্জনে ।
ঐ দেখো ঝরা পাতার
নিদারুণ মর্মর বিলাপ,
কতটা দিন বিরহ ছিল
এ হল তার অভিশাপ ।
এসো ঘটাই চৌপার সমন্বয়
হাটু মিশে হউক একাকার,
ললাটে ললাট মিশুক নসিংদ্রদয়
অধরে ঠোঁট কিম্ভৃতকিমাকার ।