ওজন কমায় আনারাসে
কলায় কমায় রাগ,
পেট পরিস্কার মল ত্যাগে
উপকারী শাক।

তেঁতুল শরবত প্রেসার কমায়
ক্যানসার রোধে লেবু,
কিসমিস বাড়ায় ত্বকের সুন্দর
হাড়ে কমলা লেবু।