কাঁদছে দেখো রাস্তার ধারে
দুটি অবুঝ শিশু,
একজনের নাম তমা আর
অন্য জন মিশু ।

তাদের বাবা ছিল একজন
দেশপ্রেমিক মুক্তি সেনা,
গুলি করলো পাক হানাদার
মাকে করলো জেনা ।

ঐ শিশুরা এতিম আজ
আহার নাই মুখে
তাদের বাবার রক্তে স্বাধীন
আমরা আছি সুখে ।