আমার গগনে সৃজনী আলো
অন্য গগনে আলোকিত,
সে আজ ধন্য আমি নগন্য
নিছক আমার যৌবন দীপ্ত।
বড়ই সোহাগী বড়ই আদরী
অর্চনা প্রাপ্ত পূজারী,
সদাই রাখিতাম নয়নে তোমারে
ওহে কামরূপী সুন্দরী।
আমার কামভাবে আপন বিলিয়ে
করিতে আমায় তুষ্ট,
তুমি বিহনে শুন্য শয্যায়
কি করি থাকি সুস্থ !
আমি ভিখারী তুমি রানী
করোজোরে মিনতি তোমায়
এসোগো প্রিয়া কষ্ট ভুলিয়া
দুজন দুজনাতে হারাই ।