একুশ আমার অহংকার
একুশ আমার গৌরব,
ফেব্রুয়ারী মাস জুড়ে
শহিদের রক্ত সৌরভ।

মায়ের ভাষা কেড়ে নিতে
পাকিস্তানী শাসক গোষ্টী
জাতীয় ভাষা উর্দু হউক
সংবিধান করতে সৃষ্টি।

ঠকবগিয়ে সালাম রফিক
প্রতিবাদের ঝর,
শরীক হলো দামাল ছেলে
রফিক আর জব্বার।

নির্ভিচারে গুলি করলো
লেলিয়ে পেটুয়া বাহিনী,
শহীদ হলো তারা তবুও
তাজা রক্তে বাংলা ধ্বনী।