অমানবিক তরঙ্গ
ব্যাভিচারের ঢোল,
অশ্লিল সমাজ আর
খোলা নারীর চুল ।
এইতো স্বাধীনতা
আপন মর্জিতে চলা,
কপোত হুকুমের গোলাম
নিশ্চিহ্ন জাত কুল ।
উদ্যম বসন
কপোতের সম্মুখ
এই তো বিধির
চিরন্তন বিধান ।
উলঙ্গে আহ্লাদি
শোভায় বিলাসিনী
তিনিই এখন
হয় যে মহান ।
এতদ কারণে
ঘটিতেছে নির্যাতন
স্বাধীনতা কামীর
আছে কি স্মরণ!