আজ ঈদের দিন
হালাল আয়ে হালাল পশু
এটাই বিধীর বিধান,
এসো ত্যাগ করি
সর্বোচ্চ ত্যাগ স্বীকার
এটাই স্রষ্টার বয়ান ।
একাত্ব হয়ে যাই
কষ্ট পেয়ে বঞ্চনায়
যতোই হও-রে পাষান,
অভিমান ত্যাগ
ত্যাগ করে জড়িয়ে ধরে
ভুলে যাওরে মান ।
আজ বিদ্বেষ ভুলে
দাড়িয়ে যাওরে এক কাতারে
মিলে মিশে জমাতে,
মহত্ব প্রকাশ
এগিয়ে যাও কাছে টানো
ভালবাসা দিতে ।
ঊজাড় আপ্যায়ন
গরীব দুঃখী সবাইকে দাও
হালাল পশুর মাংস
ঊৎসব করি
ঈদ আনন্দ উৎসব আজ
ক্রোধ হউক ধ্বংশ