কি করিলে ছাত্র জনতা
কি তোমাদের যুক্তি,
স্বাধীনতার উত্তপ্ততা নাকি
স্বৈরশাসকের মুক্তি ।

উল্লাসে ভাঙ্গিছো সম্পদ
করিলে কি চুক্তি,
এহেন ধ্বংশ দেখাইয়া তোমরা
কারে করো ভক্তি ।

বজ্র উল্লাসে ভেঙ্গেছো মুর্র্যাল
পোড়াও নেতার ঘর,
দিন দুপুরে করছো জবাই
রাত কাঁপে তরতর ।

কেন হিংসা কেন রাগ
কার উপরে ক্ষোভ,
ঐতিহ্যের ভবনে আগুন
উল্লাসে মেটাও লোভ ।

কার ঈশারায় করছো এসব
কোথাই তার ঠিকানা,
টুকরো হচ্ছে বাঙ্গালীয়ানা
হাই হুতাশের কান্না ।

যা করছো তোমারা এখন
এটাই নহে শেষ,
শেষের পরেও শেষ আছে,
দেখবে তার রেশ ।

হয়েছে অনেক থামো এবার
আড়ালে ছায়া মুর্তি,
মৃত্যু দিয়ে হটালে যারে
তারাই করবে ফুর্তি ।