হঠাৎ রাত দ্বিপ্রহরে
নির্মল কোমল পরশে,
নীদ ভেঙ্গে দু আঁখি
পলক খুলে যায় ।
আলোহীন ঘরে
কে এলো আবার,
হঠাৎ শয্যাবিলাসীনি
কেন এ নিরালায় ।
আলতো বসন সরিয়ে
মৃদু হাত চালিয়ে,
সমস্ত আঙ্গুলি
করিতেছে সঞ্চালন ।
কহিলাম মৃদুস্বরে
খুজে কি পাবে তারে!
তোমারই অনাদরে
সে আজ মৃত্যু কেতন
জাগিবেনা আর প্রিয়া
অচেতন আজ ঐ হিয়া,
জলহীন কান্না আজ
দিবানীশি প্রতিক্ষণ ।
যখনই খুজেছে তোমায়
অবহেলা সেই লীলায়,
মাথা তুলে দাড়াবে না
মৃত্যু এখন সে জন ।