ধর্মের কাঁধে অধর্মের সমাধি
আমি মুসলিন না ইহুদি ?

গীতিকাব্যকার নিরবধি লিখিতেছে,
অধার্মিক কাব্যসুরে কথন,
অশিল্পী স্বরলিপিহীন বাজনা
দিয়ে করিতেছে পরিবেশন ।

মৃত্যুজন সে আবার কেমন
দিতে পারে আশুমুক্তি সমাধান,
বিশ্বের উপরে আছে যে ঈশ্বর
তিনি কি করে হয় মহান !

কারে ছাড়ি কোনটা ধরি
সবাই সহজ সংযোগী,
শয়তান যুক্তিতে ভগবান
প্রকৃত ধার্মিক আজ ভুক্তভোগী ।