হিমাংক বাতাসে
বিজলীর চমকে
অঝোরে ঝড়ো বহে ।

দাড়িয়ে বাতায়নে
দেখিতেছি নয়নে,
জানোকি মন কি কহে ?

তোমার অনঙ্গ অধরে
ছুয়ে দেবো অতণু ধরে
আমীত্বহীন তোমারই মোহে ।

এসো হারাই বিজনে
বৃষ্টি কুসুম কাননে
থর থর কম্পন তোমারই দ্রোহে ।

ভিজুক আজ দুটি দেহ
দেখিবে না আজ কেহ
জলদি এসো বিলম্ব নাহি সহে ।

রচিব আজ রচনা
এ ক্ষণের গুন্জনা,
স্মৃতির পাতায় যেন রহে ।