মাগো আমার জন্ম দিনে
কেক বানাবে কি ?
তুমি বললে দাওয়াত দেবো
সুমী রুমী খুকি ।
আরো দাওয়াত দেবো মাগো
অনাহারী জন,
ভাল খাবার খেয়ে তাদের
খুশি হবে মন ।
তুমি মাগো না করো না
আমার কথা রাখো,
খাওয়ার দিও আদর করে
তাদের তুমি ডাকো ।
সবাই আসলে এক সাথে
খাবো মজা করে ,
ধনী গরীব সবাই মানুষ
নাও আপন করে ।