ছেড়ে দিলাম ওহে বন্ধি পাখি
খাঁচার দুয়ার খুলে,
উড়ে যা তুই বিহঙ্গ আকাশে
আসিসনা এ খাঁচায় ভুলে ।

রেখেছিনু কত যতনে তোরে
তব কেন উতলা মন,
শান্তি খুজিস বিহঙ্গ বিচরনে
খুজে নেয় তুই শান্তির বন।

মন নাহি চায় তোরে ভুলিতে
তবু তোরে ভুলতে হবে,
কত ভালো বাসিতাম তোরে
সেটা তোরে বুঝাইতে হবে ।

আজ দুজনার পিচ্ছিল দুটি পথ
দু দিকে নিরবে বেঁকে,
কোন নিঠুর তোরে দিল প্রলোবন
সুখের খাঁচা শুন্য রেখে।