কি গো হল তোমার-বদনে মলিনতার ভার
আমি কি আছি আমার !
অকারণে শয়নে---দ্বিপ্রহর বিহনে
চাহনীতে অশ্রু কেন তোমার !
ঘুর্ণিঝড়ে জলেরবান ---হিংস্র হুংকারে বাতাসের টান
আমার সুখের এ আবাসে .
কালো ছায়ায় এই মন----বিনয়ের তিরোধান
মায়া কেন নষ্ট জলে ভাসে !
আলোহীন অমাবশ্যায়-----ঘরময় কষ্টের গুহায়
ছিলে তুমি ঘরের লক্ষি ,
কিসের ব্যথা মনে !---বলো আমার সনে
ওগো মোর সুখের পঙ্খি । .
ওগো শ্যমবরনী –ছাড়ো শয্যা সজনী
হাসিময় বদনে তাকাও,
দুর হউক আধাঁর---নষ্ট জলের বাহার
পূণ্যমাসীর চাদঁ হয়ে যাও ।