সোনার বাংলার
সোনার মাঝে
ঘুষের টাকায়
চক চক।

দূর্নীতির বাতাসে
ডিজিটাল বাংলায়
ইমিটেশন চারদিকে
ঝক ঝক।

কর্তা করছে
নিত্য চুরি
বাঁধা দিলে
বক বক।

আমি ঠকি
আমি ঠকাই
নিত্য চিন্তা
ঠক ঠক।