অনন্তপুরে আজ ধোঁয়া আর ধোঁয়া
অন্ধকার মনের আকাশ,
চিতার লাশ দহনের
হৃদয় পুড়া গন্ধ ।

বিষাক্ত গ্যাসে দুষিত হাইড্রেfজেন
অশ্বস্তীকর জীবন ,
হতে পারে জীবন যবনিকা ,
প্রাণপাখি ছটপট চৌদিকে বন্ধ ।

ভাল থাকিস রে ত্যাগ করিবো ইহধাম
অন্ধকার পৃথিবীতে হবে শয়ন ,
লিখা রবে ডাইরির পাতায়
উইপোকার নজর এড়িয়ে ।

বড় কষ্ট যাতনা প্রতিটি ক্ষণ
বুঝিতে পারিনা আহ্লাদি মন ,
এসোনা সন্নিকটে
দুঃর্গন্ধ থেকে নিজকে এড়িয়ে ।