সুমী রুমী এসো তোমরা
হাড়ি পাতিল ছাড়ি,
বইকে বানাই খেলনা পাতি
বইয়ের খেলা করি ।
নতুন কিছু শেখার আছে
আছে অনেক জানার,
হাড়ি পাতিল খেলনাতে আর
কিযে আছে শেখার ।
জীবন আঁধার দুর করিতে
ভাল বন্ধু বই,
বই বড় নিঃস্বার্থবান
উপরে উঠার মই ।
এসো সবাই বইয়ের পাড়ায়
স্বপ্ন পুরুন করি,
ছড়া গল্প কবিতা আর
ভ্রমন কাহিনী পড়ি ।