বর্ষার বানে
হালকা ঢেউ,
অনাহারী কুকুর
করে ঘেউ ঘেউ ।
গরুরা সব
বন্দি গোয়ালে
দাড়িয়ে জাবর কাটে
পায়ে জলের ঢেউ ।
ঘাসহীন ছাগলে
ম্যা ম্যা করে,
অন্ন যোগাড়ে যেন
তাদের নেই কেউ ।
দলবেঁধে হাসেরা সব
ডুব মারে আর উঠে,
দামালেরা সাঁতার কাটে
মাথার উপর ঢেউ ।