আজ যেমন লাগছে,
লাগেনি কখন ও তেমন,

ভেন্নাপাতার চাউনির নীচে
ঝরাজীর্ণ বাতায়নে,
মনের গহীনে বর্ণের মেলা ।

বয়সের চাপে নুয়ে পড়া দেহ
ক্ষনিক থেকে ক্ষণিকে
চিনি মিশ্রিত মুত্রের জ্বালা ।

লিখনীর বদাভ্যাসে লোভ কি সামলানো যায় ?

ঝাপসা চোখে আবছা আলোতে
কাগজ নিয়ে গেলাম বসে,
লিখনীতে কলমের খেলা ।

কেমনে করি শব্দের সংযোজন
স্বস্থিতে নেই দেহ,
ভাঙ্গাপাটি ছেড়া বসন, অস্থীরতার মেলা ।

আগে ভাবি-
বিষয় কি ,তারপর শব্দের গাঁথুনি
বর্ণের মিলনে শব্দের যোজনে,
চলে গেল  আমার বেলা  ।