তুমি কোথায় ? শুনতে কি পাচ্ছো ?
আমার আবেগময় আহত কন্ঠের আওয়াজ!
চৌদিকে আজ ভ্রমরার মিছিল,কাননে আজ পত্র পল্লবে,
নব ফুলের উঁকিঝুকি।
কৃষ্ণচুড়ায় রাঙ্গাপথ,আবীর রাঙ্গা চারপাশ ।
বৃক্ষ শাখে পক্ষীর কলরোব,
তবু রঙহীন মনে হতাশা নয়নে তোমারই প্রহরগুনী ।
তুমি আছো আমার দৃষ্টির সীমাহীন দুরে,
সাজিয়ে এ বসন্ত কার অঞ্জলী দেবো আমি !
তোমার অঙ্গনে আমার অবিচ্ছেদ্য আকাঙ্খায়
পুষ্পিত অধরে চৈতালী মাতাল সমীরণ,
লোভাতুর চাহনীতে পুষ্প হস্তে একটি গোলাপ,
গুজে দিতে মন চায় তোমার বাঁধানো খোঁপায়।
এসো, এসো হে প্রিয়া,আগত বসন্ত সৃজন করি,
দুজনের মনের মাধুরী মেশানো রঙ দিয়ে ।
ভুলে যাই ভুলো মনের অশান্ত বচন,
গোধুলী বেলায় ক্যামেলিয়ার ঘ্রাণে,
বন্দনা করি ঋতুরাজ বসন্তের ।