তোমারই চলনে
আমার দৃষ্টি নিক্ষেপনে
বৈরীতা বদনে ।
অবিশ্বাসে যাও দর্পনে
দেখো গভীর নয়নে
বৈরীতের চিহ্ন বদনে ।
সুন্দর প্রকৃতিতে
পূণ্যমাসীর তীথিঁতে
প্রান বিসর্জন তোমাতে ।
মন হারিয়ে অজানাতে
কেন তব অন্য পথে
কি ভুলে মোর গুনশ্বীতে ।
করিছিনু আশা
তোমাতে ভরসা
বৈরীতা ,হলো সর্বনাশা ।
অন্তহীন স্বর্গবাসা
ছিল কত সুখের আশা
স্বর্গ আজ অরালে বসা ।