রসময় আবেগে
বিষময় বাস্তবতা,
অলসতায় ভর করে ,
জীবন হয় পরনির্ভরতা ।

জীবনকে জানতে শেখার ক্ষণে
সুদূর পরিক্ল্পনা আঁকতে হবে মনে
হেলায় নষ্ট পথ ভ্রষ্ট
আপোষ কেন আফসোস মনে ।

দায় ঠেকেছে কি স্রষ্টা ?
আত্ম গুণে আপন ভ্রষ্টা
তৈয়ার করে অন্ন দেবে
অপেক্ষায়, বড় করে হা—টা

বিধি কারো বাম নয়
তোমার দয়ার সাম ও নয়,
শ্রেষ্ট বিবেক করিলো দান
সুষ্ট চালনায় ঘুরো জগৎময় ।

বিধি কারে কি দিয়েছে
সবই আবেগ সবই মিছে,
আপন কর্মে হা- ভাত
অনাকর্মে যায় উপবাসে ।