ভাবছি গতকাল গতমাস
২০১৭ এর জানুয়ারীর কথা,
আজ ৩১ ডিসেম্বর ২০১৭,
ক্ষণ পরে হবে সব,স্মৃতির পাতা ।
হত্যা গুম লাশ টুকরো
পিতৃ কর্তৃক কন্যা ধর্ষন,
ধর্মান্ধে গলা কাটা,
ব্যাংকের টাকা লুণ্টন ।
নিত্য সামগ্রীর উর্ধ্ব গতি
জঙ্গীবাদের উন্থান,
ষাট টাকা চাউলের কেজি
হা অন্নে যায় জান ।
উন্নয়নের ছোয়াও আছে
দেশ মাতৃকার অঙ্গে,
ঘুষখোর সব ঘুষ খায়
ডিজিটাল ঢঙ্গে ।
নিন্দা কারী ঘুষ খোর
যদি না হয় পতন,
পরিচ্ছন্ন হবেনা সমাজ
কর্তা আসুক যে জন ।
শেষ হলো সময় আমার
ঘড়ির কাটা ১২টা,
দেশ প্রেমিক সৃষ্টি হউক
২০১৮ এর শুরুটা ।