তোমার যত কথা আছে
মনের যত ভাবনা,
কষ্ট পাওয়া কষ্ট দেওয়া
যত আছে বেদনা ।

সেরা বন্ধু মা বাপ দুজন
শেয়ার করতে ভুলোনা,
ভয় দ্বিদ্ধা ত্যাগ করে
থাকুক যত যাতনা ।

সত্য বলো মিথ্যা ছাড়ো
পেতে চাইলে আছান,
তারা তোমার অতি আপন
তাদের কাছেই সমাধান ।

তারা ছায়া তারা কায়া
নাও তাদের দীক্ষা,
দামী মানুষ হতে চাইলে
নাও তাদের শিক্ষা ।