তুইযে আমার শীতের কাঁথার
কোমল উষ্ণতা ,
তুই বিহনে দিন রজনী
সকল স্বপ্ন বৃথা ।
দুরে থেকে আয়ু ক্ষয়
ফিরবে নারে সুখ,
দ্বিধা দ্বন্ধ ভুলে গিয়ে
ভরে দে মোর বুক।
আয় সোহাগী কাছে আয
আদর করি তোরে,
আদর করলে কষ্ট ভূলে
বুকটা যাবে ভরে ।
মান অভিমান পায়ে টেলে
আয়রে ছুটে আয়,
সকাল গত গৌধুলী বেলা
সময় বয়ে যায় ।