আমি মহারাজ
আমি শাহেন শাহ,
রাজ্যে আমার দুজন প্রজা ।

দুজন প্রজাই আমার ভক্ত
মহারানী বড় শক্ত
কানুন আমার করেনা রপ্ত ।

আমার খায় আমার পরে
ভোগে শুধু নিদ্রা জ্বরে
রাজার সেবা নাহি করে ।

রাজার মন উচাটন
অস্থির রয় প্রজাগণ
অশান্তির ঘনঘটা প্রতিক্ষণ ।

ইচ্ছে করে রাজ্য ত্যাগ
প্রজার কষ্টের পিছু ডাক
নেয়না কেউ কষ্টের ভাগ ।

এমন এক মহারানী
যে রাজ্যে আসিবে জানি
রাজ্যে কষ্টের হানাহানি ।