অতি ভাব অতি স্নেহ
অতি মমত্বায়ন,
অতি সুন্দর অতি কালো
নহে প্রয়োজন ।

অতি আলো অতি আধাঁর
অতি চালাক অতি বোকা,
অতি শিক্ষিত অতি মুর্খ
অতি মিঠাইয়ে পোকা ।

অতি শীত অতি গরম
অতি শক্ত অতি নরম,
দুটিই বড় ক্ষতিকারক
অতি লাজ অতি শরম ।

অতি বন্যা অতি খরা
সুন্দর দেহ তব মরা ,
অতি মিস্টি অতি তেতো
অতি চুনে মুখ পোড়া ।

অতি কর্মার ভাত নেই
স্বামীর অভাব সুন্দরীর
মোটা শরীর সুস্থ নয়
অতি হাসিতে নয়নে বারী ।