তুমিই ভাল জানো তোমার, কোন যে পথে আয়,
সৎ আয় দৈন্যদশায়, কখনও হয়না ব্যয়।
ব্যায়ের চেয়ে আয় ভাল, সুখ পাখি নাই ঘরে,
ধরে নাও অশুভ আয়, ঢুকছে সংসারে।
অর্থ সুখ নয়রে সুজন, একই বিলের মাছ,
সুখের স্বাদ পেতে করো ,সৎ আয়ের চাষ।
অল্প আয়ে স্বল্প সুখে, হারাবেনা দিশ
অতিরিক্ত যত কিছু, বিষের চেয়ে বিষ ।
ভেবে দেখো কোন সাগরে, গা ভাসাতে চাও
সুপথ কিংবা কুপথে আয়,সেদিকে নাও বাও ।
তোমার কর্মে তেমন ফল, সুখের পরিবার,
অসৎ কর্মে অসৎ ফল, অশান্ত সংসার ।