সখার কষ্ট বুঝিলেনা সখী,
একা রজনী কেমনে কাটে
নীরবে কাঁদে দেহ তনু মন,
তুমি হীন এ শয্যা রাতে ।
দিনের বেলায় যেমন তেমন,
রাখি তোমায় চেতনায়,
শীতের কাঁথায় উষ্ণতা নাই,
তন্দ্রা হীন শুণ্যতায়।
সপ্ত সাগর তের নদীর ওপারে
তুমি আজ কত দুরে,
দেহ শুণ্য মন কাটেনাতো ক্ষন,
তড়িৎ এসো বাহু ডোরে।