তোমারই স্বরুপের অন্বেষনে
কত সময় করেছি ক্ষয় ,
সেতো স্রষ্টাই জানে ।
আত্বার প্রীতি ভাজনে
করিতে হরদম আপনজন ,
ঘুরেছি সুখের নিকেতনে ।
আকাশের আষাঢ়ের স্বপ্নে
পরস্বে বেরহম হৃদ্যতা ,
বিহিত কৃতজ্ঞে তব দিয়েছি ভালবাসা ।
পাইনি গো পাইনি কিছুই
নিয়েছো সবই শুণ্য করে ,
পুঁজপড়া হৃদয়ে আজ বাচাঁ দুরাশা ।
কষ্টের সহনীয়তা শেষ এ বুকে
তব কষ্ট রাখি কোথাই !
হৃদয়ের ক্ষতে মাছির খেলা ।
বড়ই তপস্যার ধন গো তুমি
অভিন্ন সন্তাপে প্রিয় সখা ,
দুঃখের সওদায় আজ যায় বেলা ।