আমার দোষে দোষি আমি
দোষ দেবো কার,
নিত্য কষ্ট দিলে তোমার
নেইনি বলে ভার ।

সরল মনে তোমার আঘাত
মনটা হল ক্ষত,
অযুহাতে বাহানা তোমার
এটাই ছিল ব্রত ।

কেন এত মায়া দিলাম
ছিলতো নাতো জানা,
সুখের বদল দিলে তুমি
নয়ন ভরা কান্না ।

দ্বিচ্ছারিনী আর ছলনায়
করে গেলে অভিনয়,
বুঝিয়ে দিলে অর্থ ছাড়া
প্রেম নাহি রয় ।

অর্থ যদি প্রেমের মুল
অর্থের পিছে ছুটবো,
অর্থ দিয়ে অন্য কারো
প্রেমের মধু নেবো ।

অর্থের পথে ছুটে গেলাম
আপন মন গুটিয়ে ,
অর্থ জান অর্থ মায়া
অর্থের প্রেম নিয়ে ।