বুঝে নাইতো মিয়ানমার
বুঝেনি আজও বিশ্ব,
ঈমানদার বাঙ্গালী সৈনিক
বিশ্ব নবীর শিষ্য ।
মানবের প্রতি দরদী বটে
যুদ্ধে অগ্নি দহন,
আঘাতের প্রতিঘাত নিষ্ঠুর বজ্রাঘাত
করিতে পারিবে কি বহন!
ভেঙ্গোনা সহ্যের প্রাচীর
তামা হবে মাটি,
দৃষ্টি দিলে বাঙ্গালী সৈনিক
ইসলামের হবে ঘাঁটি ।
অবাধ্যের সীমা ছাড়িয়ে
মুসলিমের জান করেছো পণ্য,
লড়ে যাবে মুসলমান
আরকান ভুমির জন্য ।