প্রেমেতে মজাইয়া মন
চলার পথ করে পিচ্ছিল,
আপন জীবন করি বর্জন
হেলায় করিলাম দংশন ।

পবিত্র প্রণয়ের যোজন
চেয়েছি করিতে সাধন,
অপ্রেমের শয্যায় গিয়ে
নষ্ট করিলাম আরাধন ।

পুণ:-প্রেম আসিলো যখন
একই রীতি পাওয়ার ক্ষণ,
দেনা পাওনা চলছে শুধু
পবিত্রতা হত্যা করণ ।

কলি যুগের প্রেমোধন
মত্ত লিলায় সচেতন,
চাওয়া পাওয়ার নব লিলায়
কপোক কপোতি দুজন ।