উত্তাল আধুনিক রঙের মেলায়
নয়নের মাথা খেয়ে
অন্ধত্ব করেছি আপন ।

কোত্তার বাচ্চা গালি দিলে
নাখোস সেরাজীব
মানবের বদন ।

বাঘের বাচ্ছা আখ্যা দিলে
খুশিতে আঠখানা
বুক ফুলিয়ে দেয় সূজন ।

দুটোই তো পশুর বাচ্চা
বুঝেনা কেন আচ্ছা,
আজব মানব করেনা কেন স্মরণ !

দুধ কিনতে করি যাচাই
মিশিয়েছে কি পানি,
জানতে চায় সত্যের বচন ।

মদ খেতে করিনা যাচাই
মিশাই আরও পানি
ঢগঢগিয়ে মাতাল করি বদন ।

সত্য বচন নাও জেনে
লবণে আসেনা পোকা
মিষ্টি,চিনি পোকার সাধন ।

হাজার টাকার নুপুর কিনে
তাও আবার পায়ে
একটাকার লাল টিপ ললাটে শোভন ।

আজব দেশে আজব মানুষ
চোখ থাকিতে অন্ধ কানা
অন্ধত্বকে করেছি তাই বরণ ।