বাড়িতে মোদের খুশির জোয়ার
জোড়া বাছুর দিয়েছে গাই,
গাভির খাঁটি দুগ্ধ খাবো
খুশির সীমা নাই ।
একটা বাছুর দুষ্ট বেশী
লাফিয়ে শুধু দুগ্ধ খায়,
অন্য বাছুর না খেয়ে ও
শুধু শুধু লাফায় ।
ক্লান্তি দেহে মাথা নুইয়ে
অনাহারে যায় ঝিমিয়ে,
প্রাণটা আমার কেঁদে উঠে
ক্ষুদার্থ মুখ দেখিয়ে ।