অবাক চোখে ভাবছো কি
নর্দমায় বসে একা
করছো কোন কর্ম টি ?

গন্ধ আর ময়লার মাঝে
হাত দিয়ে কি খুজো
শুকনো কেন মুখটি ?

শুনতে পাচ্ছো কি ---?

এই যে খুকি শুনো
নর্দমাতে কিসের স্বপ্ন বুনো ?
অনাহারি----খুজি শুকনো রুটি ।

এসো খুকি আমার কাছে
ব্যাগে আমার লাঞ্চ আছে,
খেয়ে নাও পুরোটি ।