নিঃশ্বাসে বিশ্বাসে
দিবানীশি শয়নে,
তোমায় অনুভব করি
এর নাম কি ?
অতন্দ্র নীদের শয্যায়
মায়াময় কোমল পরশে
তোমায় অনুভব করি ,
এর নাম কি ?
উত্তপ্ত রোদে আমার ছায়া তুমি
সাথে থাকো সর্বোক্ষন,
হৃদয়ের স্পন্দন তুমি
এর নাম কি ?
ক্লান্ত দেহে অবস চাহনীতে
তোমার শরবত পান করি
জিহ্বায় স্বাধে তুমি
এর নাম কি ?
আমি দেহ তুমি রক্ত
চলমান দেহে সারাক্ষন
হৃদ যন্ত্র তুমি
এর নাম কি ?
এসব প্রশ্নের উত্তরে যদি
আহ্লাদী ও শিহরিত হও
তাহলে বুঝতে হবে
আমি তোমায় ভালবাসি ।
লোক দেখিয়ে চিৎকার করে বলতে হবে ?