আমার নিঃসঙ্গতার বেদনা
কত যন্ত্রনা বুঝবে
যেদিন তোমার চারিধারে রসিকেরা
সব বেরসিক হয়ে যাবে ।

আমার নিঃসঙ্গতা সেদিনই শুধু বুঝবে ।

হিমেল বাতাসে দিগন্ত আকাশে
নীরবে পাখি উড়বে
আমারই বিরহে নিঃশব্দে নীরবে
ঐ আঁখিতে জল গড়াবে ।

আমার নিঃসঙ্গতা সেদিনই শুধু বুঝবে ।

বে সুরে আনমনে গাইবে গান
আপন মনে শুনে যাবে,
অপেক্ষায় থাকবে আসবো আমি ফিরে
প্রতিক্ষার শেষ নাহি হবে ।

আমার নিঃসঙ্গতা সেদিনই শুধু বুঝবে ।