তুমি এমন কেন !
কখন জ্যোৎস্না কখনও অন্ধকার,
কখনও চৈত্রের তাপদাহ।
কখনও পরিচ্ছন্ন আকাশ
কখনও মেঘবতি বালিকা
কখনও নীহারিকার পুঞ্জমাখা ।
ভাবি আর স্বপ্ন ভাংগি
একই অঙ্গে এত রূপ
শিল্পীর রং বদলে আকাঁ ।
তোমার দিন আমার রাত
আমার রাত তোমার দিন
দুজন দু’মেরুতে থাকা ।
এইতো দ্বিচ্ছারিনীর লক্ষন
আমার মন করে ভক্ষন
তাইতো এ মন আকাঁবাকাঁ ।
দীর্ঘশ্বাস ভেদ করে
ব্যথায় ছেদ করে
বিষাদে তমসায় মাখাঁ ।
আলো আধাঁরী অবেলায়
নিষিক্ত গুল্ম লতায়
দোলে মন কষ্টে ঢাকা ।