অজানা এক দেশে ছিলো
আজব এক শহর,
নাম যদিও না জানো
ছিল রূপের নগর।
হাঁস ছানা ঘুরে বেড়ায়
প্রজাপতির দলে,
বিড়াল ছানা খেলা করে
পদ্ম পুকুর জলে।
মাঠে মাঠে ফোটা ফুল
নেইতো কোন ধূলো,
আকাশ নীলে ওড়ে দেখো
কত রঙ্গিন তুলো।
কাক কোকিল ময়না টিয়ে
থাকে ঐ ঝিলে,
রুই কাতলা পাবদা পুঁটি
ওড়ে সবে মিলে।